স্তাবকটা ছাড়ো
- অনিরুদ্ধ রনি
তুমি স্তাবকতা ছাড়ো ,
মানুষ তোমায় মনে রাখবে ।
কি লাভ পাও পা চেটে ?
কি চাই তোমার অর্থ না সম্মান ?
গাড়ি বাড়ি টাকা নাকি ভালোবাসার মানুষ ?
সত্যি করে বলবে ঠিক কি চাই ?
নিজেকে বড়াই করে "শিল্পী" বলো ,অথচ .....
কি চাই তোমার, ফ্যান ?
নাকি ফেসবুকে ফলোয়ার ?
লাইক ? শেয়ার ? নাকি কমেন্ট ? কি চাই ?
অনুদান ? নাকি উপাধি ।
কবি, তুমি মানুষের জন্য কবিতা লেখো ।
গানওয়ালা,তুমি মানুষের জন্য গান করো ।
চারিদিকে অভুক্ত ,রক্তাক্ত, ক্ষতবিক্ষত মানুষ
তোমায় দুহাত দিয়ে জড়িয়ে ধরবে ।
দুহাত তুলে আশীর্বাদ করে বলবে -
"বেঁচে থাকো, তোমার দীর্ঘায়ু কামনা করি"
স্তাবকটা ছাড়ো ।
এখনও সময় আছে,
স্তাবকতা ছাড়ো ।
ইতিহাস মিথ্যে হতে পারেনা,
শেষ পর্যন্ত কিন্তু
মানুষই শেষ কথা বলেছে ।
- অনিরুদ্ধ রনি ২২
০৮-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।