সঙ্গী
- অনিরুদ্ধ রনি

তোমার সঙ্গ দিই__
জোৎচ্ছনার মতো, তারার মতো!
দূরে থাকো - যত দূরে...
একই শহরে আছো এই ভেবে স্বপ্ন দেখি_
একই কামরায়, একই বিছানায়;
কিংবা একই ভালোবাসার সূতোয় দুজনায়,
আগামী শীতে_
হিম শীত আমাদের স্পর্শ করবে না।
আমরা হবো উষ্ণতা, কিংবা স্বর্গীয় উত্তাপ,
একটা ঘরে প্রতিটি দেয়ালে দেয়ালে
কিংবা ঘরের জানালয়;
স্বর্গ আসবে - যে প্রেম স্বর্গ হতে আসে
সে প্রেম স্বর্গে চলে যায়!
শেষ নিঃশ্বাসে কষ্ট হবে না একবিন্দুও
যেমন কষ্ট পায়নি রেলগাড়ীর কামরায় স্বজন হারানো প্রেমিক!
স্বর্গেও দেখা হবে, প্রেম হবে, দুজনার মিলন হবে;
আমরা সঙ্গী হবো, তোমার সঙ্গ দেবো।

সঙ্গী - অনিরুদ্ধ রনি ২২


০৮-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।