প্রেমিক পুরুষ
- অনিরুদ্ধ রনি

"তোমার ভালোবাসা দেখে অনেক হিংসে হয় কবি।
তুমি যদি আমার প্রেমিক পুরুষ হতে,
ভীষণ ভালো থাকতাম আমি, জানো !
তুমি আমার প্রেমিক না, প্রেম ।
তুমি আমার ভালোবাসার মানুষ ।
কি অধিকারে তোমাকে কাছে চাইবো কবি" ?

মেঘ বালিকার প্রশ্নের উত্তরে বলেছিলাম -

"ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি – তোমার প্রাসাদপ্রাঙ্গণে" ♥️


- অনিরুদ্ধ রনি ২২


০৮-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।