প্রেম ধীরে ধীরে মুছে যায়
- অনিরুদ্ধ রনি
বুননে বুনা হলো প্রেম
ধীরে ধীরে শুকনো হয়ে আশে পৃথিবী
একটুকরো আলোর মতো - সে আর হাসে না
জল জল তলিয়ে যাচ্ছে দুটি সমুদ্র;
নোনা জল,
অথচ কেউ ভাসছে না।
সমুদ্র অথচ
কেউ ভাসছে না
মাঝি, নৌকো
কিছুই দেখছি না....
অতঃপর
জানা হলো
প্রেম ধীরে ধীরে মুছে যায়
বুননে আর বুনা হয় না প্রেম...
মুছে গেছে টবে জমে থাকা কিছু ময়লা জল
বৃষ্টিতেও আর বাজে না 'যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়...
- অনিরুদ্ধ রনি ২২
০৮-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।