কালো ছেলে
- অনিরুদ্ধ রনি
তুমি ভালোবাসা চাও?
আমি কিন্তু কালো ছেলে।
তুমি ভালোবাসা চাও?
আমি কিন্তু মোটা ছেলে।
তুমি ভালোবাসা চাও?
আমি কিন্তু খাটো ছেলে।
তুমি ভালোবাসা চাও?
আমার কিন্তু স্ট্রিট করা চুল নেই।
তুমি ভালোবাসা চাও?
আমার চোখের মায়া নেই।
তুমি ভালোবাসা চাও?
আমার কিন্তু যোগ্যতা নেই।
তো বাসবে কি ভালো?
নাকি নাক কুচকিয়ে বলে যাবে
এইরকম বাজে ছেলে হয় নাকি!
নাকি বলবে ধুর পাগল চুপ করো তো!
আমি ভালোবাসার মানে এইগুলা জানি না।
আমিতো জানি ভালোবাসা মানে দুটি মনের মিল,
বিপদের সঙ্গী, সুখ দুঃখের ভাগিদার, চিরজীবনের সাথী।
তুমি কি আমাকে একটু ভালোবাসার সুযোগ দিবে!!
তখন আমি খুব নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকবো তোমার দিকে,
আর সুখের অশ্রুতে ভিজে যাবে আমার দেহ।
[]
~ অনিরুদ্ধ রনি ২০
০৮-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।