স্বরণে তুমি ব্যস্ত আমি
- অথই মিষ্টি
তোমার অনুপস্থিতি, আমাকে ভিষণ্ণ করে তোলে
বিষণ্ণতায় ভরে যায় মন, ব্যাকুল হৃদয়, শুধু তোমার আগমনের কথাই বলে
তোমার আগমনে কিঞ্চিত বিষণ্ণতাও জায়গায় পায়না, আমার পরানে
তোমার জন্য পুরো উদাস আমি, জানোকি তুমি! সে খবর জানে জনে জনে
পুকুর পাড়ে বলো, নদীর ধারে বলো, হোক উদাস দুপুর বেলা
তোমার কথা স্বরণে আমি ব্যস্ত সারাক্ষণ, আনমনে বসে একলা
প্রতিটি ক্ষনে, আপন মনে, করি তোমায় স্বরণ
প্রতিটি জায়গায়, তোমার ঠাঁই দিলাম, তোমাতেই ভরা আমার মন।
১০-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।