মৃতব্যক্তিদের স্মরণে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মৃতব্যক্তিদের স্মরণে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
আল্লাহু আল্লাহ—ডাকে কবর, জাগো হে ঘুমন্ত প্রাণ,
এক নিঃশ্বাসে নিভে যায় প্রদীপ, থেমে যায় জীবনের গান।
আজ যে বুকে বাতাস বইছে দয়ার রবের দানে,
কাল সে বুকে নীরবতা—তাকদির লেখা জানে।
ওরে নফস, তুই কেন ডুবিস দুনিয়ার মোহে মত্ত?
কাফনের কাপড় বলে দেয়—সব অহংকার মিথ্যা সত্য।
রাজা-ভিখারি এক কাতারে, মাটি সবার ঠিকানা,
আমল ছাড়া সঙ্গে যাবে না ধন-সম্পদ, মান-সম্মানা।
লা ইলাহা ইল্লাল্লাহ—এই হোক শেষ সুর,
এই কালেমার আলোতেই কবর পাবে নূর।
মুনকার-নাকির প্রশ্নে যেন না কাঁপে হৃদয় ভয়ে,
রাব্বি আল্লাহ উচ্চারণে নূর ঝরে পড়ে গায়ে।
কাপাসিয়ার পথে পথে আজ কান্নার ধ্বনি ওঠে,
মৃতদের নাম শুনে শুনে বুক ভেঙে যায় ছোটে।
মৈশন সেন্টুমিয়া স্মৃতি ফাউন্ডেশনের ছায়াতলে,
সিজদাভেজা দোয়ায় আকাশ নুয়ে পড়ে ধরণীতলে।
যিনি জানাজার কাতারে দাঁড়িয়ে শেখান শেষ পাঠ,
হাফিজুল হক চৌধুরী (আইয়ূব)—দোয়ার নীরব সাধক।
প্রতিটি লাশে তিনি দেখেন নিজেরই পরিণাম,
এই শিক্ষা বয়ে আনুক নাজাতের পথ-নিশান।
হে রহমান, হে রহিম—করো দয়া অপরিসীম,
গুনাহে ভরা বান্দাদের তুমি ক্ষমা করো রহীম।
কবর করো জান্নাতের বাগান, আগুনের গর্ত নয়,
হাশরের ময়দানে দিও নবীর পতাকার ছায়া রয়।
হে আল্লাহ, তার এই খেদমত কবুল করে নাও,
মৃত্যু অবধি দ্বীনের পথে চলার তাওফিক দাও।
তার আমলনামা ভরাও সদকায়ে জারিয়ার নূরে,
নবীর শাফায়াতে রাখো নিরাপদ কিয়ামতের ভিড়ে।
আল্লাহু আল্লাহ—এই কান্না তুমি বৃথা করো না,
মৃত আর জীবিত সবাইকে নাজাত দিও হে দয়াময় প্রভু।
যেদিন আমাদের নামও উঠবে জানাজার ডাকে,
তোমার রহমতে গ্রহণ করো—আমিন, ইয়া রব্বাল আলামিন।
-------------------------------------------------------
১২-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।