সেন্টুমিয়া স্মৃতি ফাউন্ডেশনের ছায়াতলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সেন্টুমিয়া স্মৃতি ফাউন্ডেশনের ছায়াতলে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************

মাটির নীরবতায় শুয়ে আছে কত চেনা মুখ,
নিভে গেছে হাসি, থেমে গেছে জীবনের সুখ।
কাপাসিয়ার আকাশ আজ ভারী নীরব আহ্বানে,
মৃতদের স্মরণে ভিজে ওঠে হৃদয় ইমানে।

মৈশন সেন্টুমিয়া স্মৃতি ফাউন্ডেশনের ছায়াতলে,
দোয়ার আলো জ্বলে উঠে অশ্রুসিক্ত কণ্ঠে বলে—
“হে মহান রব, তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু,
এই কবরে শুয়ে থাকা বান্দাদের করো জান্নাতবাসী সবটুকু।”

জনাব হাফিজুল হক চৌধুরী (আইয়ূব) সেই পথিক,
যার পায়ে পায়ে জানাজার ধুলো, হৃদয় সদা বিনীত।
প্রতিটি মৃতের পাশে তিনি দাঁড়ান নীরব হয়ে,
চোখে জল, ঠোঁটে দোয়া—আখিরাত স্মরণে ভয়ে কেঁপে ওঠে।

ওয়াজের কণ্ঠে ঝরে পড়ে কবরের কঠিন সত্য,
আজ আমরা দাঁড়িয়ে আছি, কাল আমরাই হব নিস্তব্ধ মৃত।
কাফনের কাপড় বলে দেয়—সম্পদ, অহংকার মিছে,
শুধু আমলই সাথী হবে, বাকিটা সব পিছে।

কাঁপে শরীর, ভিজে চোখ, হৃদয় ডুবে যায় ভয়ে,
হিসাবের দিন ডাকছে যেন অদৃশ্য আহ্বয়ে।
“হে মানুষ, প্রস্তুত হও, সময় যে বড় অল্প,
আজ দোয়ার হাত তুলেছ, কাল কে তুলবে তোমার কল্প?”

হে পরওয়ারদিগার, কবরে নূর দান করো,
আজাবের আগুন থেকে তোমার বান্দাদের ছাড়ো।
হিসাবের দিনে দাও সহজ পথের আশ্বাস,
নবীর শাফায়াতে ভর করাও আমাদের শ্বাস।

আর হে আল্লাহ, যিনি এই খেদমতে জীবন দিলেন,
আইয়ূব ভাইকে দাও তাওফিক যতদিন প্রাণ থাকেন।
মৃত্যু অবধি যেন তিনি এই দাওয়াত বহন করেন,
দোয়া ও দ্বীনের পথে দৃঢ় থেকে চলেন।

এই দোয়ার আসরে মিলুক হৃদয়ের পরিশুদ্ধি,
মৃতদের স্মরণে জাগুক জীবিতের সত্য বুদ্ধি।
আজকের এই কান্না হোক আখিরাতের পাথেয়,
হে রব, আমাদের সবাইকে দান করো জান্নাতুল ফেরদৌসের আশ্রয়।
----------------------------------------------------------------


১২-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।