মিষ্টির আড়ালে তিতো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মিষ্টির আড়ালে তিতো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************

দিকে দিকে জনতাকে খাওয়ানো হয়
মধুর হাসির মোড়কে লুকোনো তিতো বিষ—
মুখে মিষ্টি বুলি, অন্তরে ছলনার আগুন,
ছদ্মবেশী মোনাফেক, চিনতে পারে না মূর্খ জনতা তখন।

ক্ষমতা পাওয়ার আগে ওরা চিনি মাখা কথা,
ক্ষমতা পেলে বদলায় স্বাদ—হয়ে ওঠে নির্মম তিতা,
প্রতিশ্রুতির ফুল ঝরে পড়ে কাঁটায়,
নিষ্ঠুর অত্যাচারে রেহাই পায় না কেউই আর।

ওরা গণতন্ত্রের শত্রু,
স্বাধীন বাংলাদেশের বিরোধী ছায়া,
স্বাধীনতা ওদের কাছে বোঝা,
তাই ইতিহাস মুছতে চায়—মুক্তিযুদ্ধের দীপ্ত মায়া।

ধর্মকে ওরা বানায় পণ্যের বাজার,
ইমানের দামে কেনাবেচা চলে নির্লজ্জ কারবার,
ধর্মের নামে ছড়ায় উগ্রতার বিষবাষ্প,
ভীরু মুসলিমকে দেয় বিকৃত, ভ্রান্ত বার্তা।

ক্ষমার মুখোশে লোভের দাঁত,
মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে করে অপমানিত,
লাল-সবুজ পতাকা পায় পদধূলি,
জাতির গৌরব হয় লাঞ্ছিত, ক্ষতবিক্ষত।

স্বাধীনতাকামী যোদ্ধাদের মুছে দিতে চায় ইতিহাস থেকে,
ছাত্র-শিক্ষকদের সম্মান করে ধূলিসাৎ এক ঘৃণ্য রেখায়,
জ্ঞান, ত্যাগ, আদর্শ—সবই ওদের চোখে অপরাধ,
কারণ সত্য থাকলে টিকে না ভণ্ডামীর ফাঁদ।

হে বাঙালি, জাগো—আর কত নীরব থাকবে?
মিষ্টির আড়ালে তিতোর এই ছলনা ভাঙতে হবে।
ভণ্ডামীর ঝাণ্ডা গুড়িয়ে দাও ঐক্যের ঝড়ে,
সত্য, স্বাধীনতা আর চেতনাকে রাখো বুকের গভীরে।

এই ডাক—প্রতিবাদের,
এই কাব্য—স্মরণ আর জাগরণের,
যেন আর কখনো
মধুর মুখোশে তিতা শাসন
বাংলার ভাগ্যকে গ্রাস করতে না পারে।
------------------------------------------


১২-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।