শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান
- মোঃ আমিনুল এহছান মোল্লা
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
******************************************
শিক্ষকতা জীবনের বড় স্বীকৃতি—নামটি যে দীপ্তিমান,
জনাব মোবারক প্রধান—শিক্ষায় এক অনন্য দিগন্তজ্ঞান।
রাওনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেতনের স্মৃতির পাতায়,
আজও লেখা থাকে তাঁর নীতি, আদর্শ, আলোছায়ায়।
আজ ফুলবাড়ীয় হাই স্কুলে তিনি আলোকিত সূর্য,
অজ্ঞতার অন্ধকার ভেঙে গড়েন জ্ঞানের দুর্গ।
শিক্ষিত ও মার্জিত—চরিত্রে যার শুদ্ধতা,
বাক্যে কর্মে মিল খুঁজে পায় মানবিক সভ্যতা।
তিনি শিক্ষক নন কেবল—তিনি মূল্যবোধের পাঠ,
শাসনে নেই অহংকার, আছে স্নেহের প্রহরী হাত।
ভুলে তিনি তিরস্কার নয়, দেখান সংশোধনের পথ,
মানুষ গড়াই তাঁর সাধনা, সাফল্য তাঁর ব্রত।
ছাত্রদের চোখে তিনি আশ্রয়, স্বপ্নের দৃঢ় ভর,
ঝড়ের দিনে বাতিঘর, নীরবে শক্ত অবলম্বন-ঘর।
সহকর্মীর কাছে তিনি সম্মানের নির্ভর নাম,
সহজতায় বড় মানুষ—এটাই তাঁর পরিমাপ।
প্রশাসনে শৃঙ্খলা তাঁর ন্যায়নীতির সমাহার,
মানবতায় উচ্চতম—সেখানেই তাঁর অধিকার।
প্রতিষ্ঠান নয়, মানুষই তাঁর সাধনার কেন্দ্রবিন্দু,
সেই মানুষ গড়েই তিনি হন সময়ের চিরসিন্ধু।
এই পৃথিবী সাক্ষী থাক, ইতিহাস লেখুক গান,
জনাব মোবারক প্রধান—শিক্ষায় এক জীবন্ত উপমান।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান—উপাধি নয়, পরিচয়,
আদর্শ হয়ে থাকুক তিনি—যতদিন শিক্ষা রয়।
-------------------------------------------------------
১২-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।