বিদায়ের অশ্রু
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বিদায়ের অশ্রু
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
****************************************************
আজ… আজ রাওনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেতন নিস্তব্ধ,
ছাত্র ছাত্রীদের হাসি যেনো স্তব্ধ হয়ে গেছে।
২০১১ সালে, নোয়াপাড়া ময়েজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে
আপনি এসেছিলেন—রাওনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেনে,
হালকা পা, গভীর দৃষ্টি, নিঃশব্দ শিক্ষার আলো ছড়িয়ে।
প্রিয় জনাব আব্দুর রউফ,
আপনার ধৈর্য নদীর মতো ধীরে প্রবাহিত,
আপনার শব্দ মৃদু বাতাসের মতো,
রাওনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেনের প্রাঙ্গণ জুড়ে
ঘুরত কোমল শীতল স্নেহ, শিশুর চোখে জ্বলত দীপ।
অশ্রু ঝরে… স্মৃতির স্রোত ভেসে যায়…
আপনার ভালোবাসা রাওনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেনের আত্মায়।
প্রত্যেকটি পাঠ, প্রতিটি নিদর্শন
রাওনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেনের দেওয়ালে লেগে রইল।
আজ বিদায়ের মূহূর্তে হৃদয় ভারী,
চোখে অশ্রু ঝরে, নিঃশব্দ বেদনা বাতাসে ভেসে যায়।
সকলের প্রার্থনা… সুস্হ থাকুন…
নেক হায়াত কামনা করি… শান্তি, বরকত ভরে থাকুক।
আপনার পদচিহ্ন রয়ে গেছে চিরন্তন,
আপনার শিক্ষা বয়ে যাবে ছায়ার মতো, প্রজন্ম থেকে প্রজন্মে।
আজ বিদায়… কিন্তু ভালোবাসা চিরন্তন।
প্রত্যেকটি হাসি, প্রতিটি শিক্ষা রাওনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেনের আলো।
আমাদের পথ আলোকিত, আমাদের স্মৃতি চিরন্তন,
আপনার ভালোবাসা, আপনার নিঃশেষ দৃষ্টি আমাদের সঙ্গে।
বিদায়ের অশ্রু ঝরে, প্রাঙ্গণ নীরব,
জনাব আব্দুর রউফ, আপনি রাওনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেনের চিরন্তন শিক্ষক।
প্রতিটি শ্বাস, প্রতিটি নিঃশব্দ মুহূর্ত
আজও বয়ে যায় রাওনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেনে।
বিদায়ের ঘণ্টা বাজছে, হৃদয় জানে,
আপনি রাওনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেনের আত্মা হয়ে থাকবেন চিরকাল।
------------------------------------------------------------
১২-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।