বিবেকানন্দ
- বাপন মান্না
নরেন হয়ে জন্ম নিলে, ডাকত সবাই বিলে।
চেষ্টা করলে সব পাওয়া যায় — এমন শিক্ষাই দিলে।
ছোট্ট থেকেই ছিলে তুমি বড়ই আধ্যাত্মিক।
বড়ো হয়ে দেশবাসীকে করলে মানবিক।
মুচি, মেথরকে যে তুমি করলে তোমার ভাই।
যুব সমাজ ছাড়া দেশের কোনো গতি নাই।
অগ্নিসম বাণী তোমার, আত্মবিশ্বাসী মন,
মানবসেবায় নিবেদিত তোমার মানব জীবন।
বিশ্বমাঝে উঁচিলে যে ভারত মায়ের মান।
বাণীসম রচিলে যে পবিত্রতার গান।
'নাহি সূর্য নাহি জ্যোতি', 'খন্ডন-ভব-বন্ধন'।
বৃহৎ বিশ্বমাঝে তুমি থাকলে কিছুক্ষণ।
নিঃস্ব জাতি পেল বিবেক, মনে পেল আনন্দ।
ভারতবাসী ধন্য হল পেয়ে বিবেকানন্দ।
'শিবজ্ঞানে জীব সেবা' শিখি তোমার কাছে।
অশ্রু দিয়ে অঞ্জলি যে শুধুই দেবার আছে।
১২-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।