ঈমান ও প্রমান
- মুহাম্মাদ শরিফ হোসাইন
প্রশ্ন যদি হয়,কবর খুঁড়ে দেখলাম শাস্তি বা শান্তির চিহ্নও নেই লেশ মাত্র?
মানবে না জানি তাও বলি,কতো কিছু আয়তনে কতো বড় হয়
তাও ক্ষুদে মেমোরিতে কি করে ঠিক ঠিক এঁটে রয়?
আমাদের দ্বারা এতো সম্ভব,উপরওয়ালা'র জন্য কেন নয়?
আমি বলবো,বালুকনায়ও বেশেস্ত,দোযখ দেয়া সম্ভব হয়
যেমন দেখো তুমি স্বপ্নের ভিতর জয় বা ভয়।
শান্তি,শাস্তিতে লাগে না কবর,কবর শর্ত নয়।
দেখে বিশ্বাস করলে হয়কি ঈমান? না না,তা প্রমান,তা কেবল প্রমান হয়।
নশ্বর পৃথিবী যেদিন ধ্বসে যাবে,যখন বিচার দিন সামনে আসবে হায়
বেহেস্ত,দোযখ দেখবো দেখো,তোমার আমার হাতের মুঠায়।
মনে রেখো,জীবনও সেদিন হয়ে যাবে অক্ষয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।