উগ্রবাদের কালো অধ্যায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

উগ্রবাদের কালো অধ্যায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************

আমি বিদ্রোহী—আমি আগুন, আমি দাবানলের হাঁক,
অন্যায়ের বুকে বাজাই আজ বজ্রবিদ্রোহের ডাক।
যে প্রজন্ম আঁধার বুনে, আলোকে দেয় শিকল,
আমি তার বিরুদ্ধে জ্বালি শব্দের বারুদ-ফসল।

শোনো—অসভ্যতার মেলায় নাচে তরুণ রক্ত,
অশ্লীল ভাষার বিষে আজ বিবেক হয়েছে ভক্ত।
মুখে মুখে ছোড়া গালি, হাতে হাতে লাঞ্ছনা,
আমি চিৎকার করি—এ কি মানুষের পরিচয়, না জানো না?

আমি দেখি—মবের মত্ত নৃত্য, উগ্রতার উল্লাস,
যুক্তির কণ্ঠ রুদ্ধ, সত্য পড়ে কারাগারবাস।
ধর্মভীরুতা নয়—ধর্মান্ধতার উন্মত্ত দৌড়,
ক্ষমতার নামে হিংসা চলে, আল্লাহর নামে কালো খড়্গ ধরা হয় জোর।

আমি বিদ্রোহী—ধর্ম নয় রক্তপিপাসু অস্ত্র,
বিশ্বাস মানে মমতা, না যে হিংসার মন্ত্র।
দেশপ্রেম আজ তলানীতে—স্লোগান শুধু ছল,
মুক্তিযুদ্ধের মর্মকথা আজ স্মৃতির কবরতল।

ওরে জনতা, শুনিস না কি ইতিহাসের হাহাকার?
এই মাটি চায় ন্যায়, চায় মানুষ, চায় প্রতিবাদের জ্বালাকার।
অপমান-অপদস্তের শৃঙ্খলে বাঁধা জীবনচক্র,
শান্তির বুকে বসে আজ অশান্তির রক্তচক্র।

শিক্ষক, ছাত্র, শ্রমিক, পেশাজীবী, পথচারী,
কেউই নিরাপদ নয়—ভয় রাষ্ট্রের নতুন ভারী।
পেশিশক্তি, বাহুবল—এই নাকি শক্তির পরিচয়?
আমি বলি—এই শক্তিই সভ্যতার মহাপরাভয়।

দিকে দিকে ভয়তন্ত্র, মবতন্ত্র, স্বৈরতন্ত্রের জয়ঢাক,
আমি বিদ্রোহী—এই কবিতা আমার অগ্নিসংকেত, আমার ডাক।
অস্ত্র আর মাদক-নেশায় তরুণ মন বিপথগামী,
জ্ঞানের অন্বেষণ মরেছে, নগ্নতার রাজ্যই এখন গ্রামী।

আমি ধিক্কার দেই—এই নয় আমার বাংলার মানচিত্র,
এই নয় মুক্তির স্বপ্ন, এই নয় শহীদের উত্তরাধিকার।
বাংলার জনতা মুক্তি চেয়েছিল শোষণ-শেকল ভেঙে,
মুক্তি কি পেয়েছে আজ, না কি শেকল হয়েছে আরো শক্ত, আরো বেঙে?

হে রাজ্যের কর্ণধার—আমি বিদ্রোহী প্রশ্ন ছুঁড়ি,
এই উগ্রবাদের কালো অধ্যায়ের দায় কার—বল, লুকাস না, ঘুরি না ঘুরি!
ওরে জনতা—জাগো, ভাবো, প্রশ্ন করো উচ্চস্বরে,
নচেৎ ইতিহাস লিখবে তোমার নীরবতাকে অপরাধ করে।


১৩-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।