শান্তির কাছে প্রশ্ন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শান্তির কাছে প্রশ্ন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************

হে শান্তি! তুই কোথায় লুকালি—
মরুভূমির বুকে নাকি রক্তজলে ভাসালি?
স্বাধীন রাজ্যে কেন ভাঙনের হাহাকার,
এক পতাকার তলে কেন শত শত অন্ধকার?

আমি নিরীহ জনতা—কেন নিরাপত্তা ভিখারি?
কেন আমার অধিকার আজ লুণ্ঠনের বাজারি?
কেন আমার বাক্‌স্বাধীনতা শিকলবন্দী কণ্ঠে,
সত্য বললেই কেন বজ্র নামে রাষ্ট্রের মুষ্টিতে?

মাতৃকার বুকে কেন মবতন্ত্রের ফসল,
মানুষের হাতে মানুষ খুন—আইন আজ অচল!
শান্তির খামে কেন রক্তাক্ত ফরমান,
কার লালসায় শূন্য হলো রাজ্যের ভাণ্ডারখান?

কেন বেকারত্বের অভিশাপে যুবা নিঃস্ব,
কেন ধর্মান্ধের উন্মাদনায় বিবেক আজ নিঃশেষ?
কেন মুক্তিযোদ্ধার গলায় অপমানের জুতা,
যাদের রক্তে জন্ম দেশ—আজ তারাই কেন লাঞ্ছিতা?

গণতন্ত্র কেন কারাগারে শিকলবন্দী,
কার ভয়েতে কাঁপে ভোট, কাঁপে জনমত বন্দী?
আমার কবিতা কেন মুছে দিলে কালির আগে,
ভয় পাও নাকি সত্যকে—বিদ্রোহী শব্দের আগুনে?

কেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই তোমার নীরবতা,
কেন ইতিহাস বদলায় ক্ষমতার সুবিধামতা?
ন্যায়বিচার কেন থমকে যায় দরজার প্রান্তে,
কার আদেশে চোখ বুজে থাকে আদালতের কণ্ঠে?

বলো, শান্তির গভীরে এতো অশান্তির ঢেউ কেন?
শান্তির ভিতরেই কেন ভয়তন্ত্রের দহন?
দিকে দিকে বৈষম্য—মানুষ কেন খণ্ডিত,
এক দেশের সন্তান হয়েও কেন এত ভিন্নচিত্ত?

আমি তো চেয়েছিলাম মুক্তির অগ্নিস্নান,
চেয়েছিলাম শান্তি—ভয়ের নয়, ন্যায়ের বিধান।
হে শান্তি! যদি তুই শুধু শাসকের অলংকার,
তবে বিদ্রোহই আমার ধর্ম—বিদ্রোহই আমার উচ্চারণ আর!
----------------------------------------------------------


১৩-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।