রোগী দেখা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

রোগী দেখা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************

রোগীর ঘরে পা রাখিলে নরম করো মন,
নবীজি বলেন—এ সেবা ইমানেরই ধন।
দু’চোখ ভরা মমতা নিয়ে বসো তার পাশে,
আল্লাহ তখন ফেরেশতা পাঠান তার আশে।

“লা বাসা তাহূরুন”—এই দোয়া মুখে আনি,
ব্যথার মাঝে আশার আলো জ্বলে ওঠে প্রাণে।
এক পা এগোলেই সওয়াব ঝরে অনবরত,
হাদিসে বলে—হাঁটলে ঝরে গুনাহ শত।

রোগীর অশ্রু মোছানোই বড় ইবাদত,
দয়ার হাতে ধরা থাকে রহমতের সনদ।
আহাজারির ফাঁকে বলো সবরের কথা,
কোরআন বলে—সবরেই লুকায় মুক্তি-পথা।

রোগী দেখে ফিরো যখন নীরব কদমে,
হৃদয় ভরে থাকে দোয়া আল্লাহর নামে।
এ সেবা নয় শুধু কাজ, নয় কেবল দেখা—
রোগী দেখা মানেই যেন জান্নাতের লেখা।
-----------------------------------------------------


১৩-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।