বিজয় দিবসে
- অনির্বাণ মিত্র চৌধুরী

ছুটছে সবাই
আজ প্রভাতে
শহীদ বেদীতে
ফুল সাজাতে।

আয় রে তোরা,
আয় না ছুটে
সূর্য যে উঠে!
আলো ফোটে!

ভোরের পাখি
দিচ্ছে উঁকি,
উঠছে ডাকি
"জয় বাংলা"।

"বড়"র সাথে
কোমল হাতে
ছোট্ট মুঠিতে
লাল-সবুজ।

শহীদ যোদ্ধা;
জানাতে শ্রদ্ধা
বৃদ্ধ-বৃদ্ধা
ওরাও মিছিলে।

বন্ধু-বান্ধব,
"পঞ্চ পান্ডব",
ক্লাব, পার্ষদ
প্লেকার্ড-ব্যানারে।

রাজপথে আজ
নেমেছে ঢল
মিছিলে মিছিলে
চল রে চল।

উত্তাল স্লোগান
আকাশে, বাতাসে
মেতেছে বাঙালি
বিজয় দিবসে।

হে অকুতোভয় বীর,
মহান যোদ্ধা,
তোমাদের চরণে আজ
বিনম্র শ্রদ্ধা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৯-০১-২০১৫ ২৩:১২ মিঃ

fine anttu mil fine lekha