আজ যে পৌষ পার্বণ
- বাপন মান্না
সকাল থেকেই জানি না তো
ডাকছে কেন সবাই।
সর্ষে-মূলো ফুল ডেকে যে
মুচকি হেসে তাকায়।
গোলা থেকে ডাক দেয় যে
পাকা ধানের শীষ।
আম্রপল্লব আমায় দেখে
করে ফিসফিস।
পিঠেখোলা আমায় বলে —
'আমায় নিবি আয়,
আমি ছাড়া সবই অচল
সময় বয়ে যায়।'
খেঁজুর গুড় ডেকে বলে —
'আমায় নিয়ে যা,
পিঠের সাথে আয়েস করে
তোরা সবাই খা।'
নারকেল বলে — 'আমায় নিয়ে
দিবি তোরা পুর।'
ওপার থেকে ভেসে আসে
টুসু গানের সুর।
এসব কিছু দেখে শুনে
অবাক হয়ে যাই।
তোমরা সবাই ডাকছো কেন?
বুঝি না তো ছাই!
ওরা তখন সবাই মিলে
বলে — 'ওরে, ভাই,
আজ যে পৌষ পার্বণ
ডাকছি আমরা তাই।'
১৪-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।