তোমার চিবুকরেখা!
- জায়েদ আকবর

তোমার চিবুকরেখা,
নয়ন নিষ্পলক!
কেন বারেবার হারায় এসে
আমায় একঝলক!
সত্ত্ব আমার-
তোমার স্পর্শে সঞ্জীব
হবে বুঝি?
স্বচ্ছ আকাশ স্বপ্নবৃত্ত,
রংধনু তা'য় খুঁজি!
এ ভালবাসার-
রঙে রঞ্জন ধরাবে
তোমার ফুল!
ভয় নেই আজি নিখিল বিশ্ব
আমাদের অনুকূল!
কবিতা আমার...


১৭-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।