রাষ্ট্র জ্বলছে শাসক হাসে
- এইচআর হাবিব রহমান
রাষ্ট্র জ্বলছে—
আর শাসকের মুখে উন্নয়নের হাসি,
রাস্তায় লাশ গুনছে মা,
ক্ষমতার মঞ্চে চলছে মিথ্যার তালি।
আগুন লাগানো এখন রাজনীতি,
খুনই নাকি নতুন কৌশল,
থানা পুড়ে, আইন ভস্মীভূত,
সভ্যতা দাঁড়িয়ে নির্বাক ও নিষ্প্রভ।
পুলিশ পোড়ে—রাষ্ট্র দেখে না,
কারণ সত্য দেখার চোখ অন্ধ,
ইউনুস সরকারের নীরবতা
এই আগুনে ঢেলে দেয় তেল আর গন্ধ।
যে সরকার নাগরিক রক্ষা করে না,
সে সরকারই অপরাধের ছায়া,
ক্ষমতা আজ লাশের উপর দাঁড়িয়ে,
রক্তেই লেখা তার শাসনের মায়া।
বিবৃতির শব্দে ঢেকে রাখা খুন,
সংবাদে চাপা পড়ে সত্যের চিৎকার,
যে দেশে প্রশ্ন করাই অপরাধ,
সে দেশে অপরাধই পায় অধিকার।
থানায় আগুন—এ কাদের শাসন?
আইন পুড়ে ছাই—এ কাদের রাষ্ট্র?
ব্যর্থতা যখন নীতিতে রূপ নেয়,
অপকর্মই তখন হয় রাষ্ট্রীয় অভ্যাস।
এই দেশ কি কেবল ভোটের বাক্স?
নাকি মানুষের জীবনও কিছু দাম রাখে?
ইতিহাস একদিন ফাঁসির মঞ্চে
এই নীরবতার বিচার লিখে রাখে।
আমরা লিখি—কারণ চুপ থাকাই অপরাধ,
কবিতাই এখন শেষ আদালত,
যে আগুনে মানুষ পুড়ে যায়,
সেই আগুনেই একদিন পুড়বে ক্ষমতার সিংহাসন।
১৭-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।