মানবতা, তুমি আজ কোথায়
- এইচআর হাবিব রহমান
মানবতা, তুমি আজ কোথায়?
রক্তের নদী বইছে পথে, চোখে কেন ধোঁয়াশা ছায়া?
শিশুর কান্না, বৃদ্ধের ক্রন্দন,
তোমার না কি ছিল একদিন অমল স্পন্দন?
দেয়ালে লেখা “ভালোবাসা”,
কিন্তু বুকের মাঝে জমে আছে কেবলই ঘৃণার বাসা।
মানুষ খোঁজে মানুষে শান্তি,
কিন্তু চারিদিকে শুধু হিংসার জ্বালামুখ খাঁটি।
তুমি কি ঘুমাও? নাকি ক্লান্ত?
নাকি তোমার মৃত্যু হয়েছে এই পৃথিবীর অন্তরাস্ত?
তোমার নাম করে চলে যুদ্ধ,
তবু না আসে দয়া, না আসে কোনো সদ্বুদ্ধ।
মানবতা, জেগে ওঠো আবার,
ভুলে যাও হিংসা, মুছে দাও যে দুঃখের ভার।
শিশুর হাসিতে ফিরে এসো,
ভালোবাসার ছায়া দাও, মানব প্রাণে মেশো
১৮-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।