বিদায় বেলা
- এইচআর হাবিব রহমান
ফাগুন হাওয়া বয়ে যায়, বাতাসে শূন্য গান,
বঁধুর কথা মনে পড়ে, অশ্রুর অবসান।
নিশীথ রাতে চাঁদটা আজ, ঢেকে গেলো মেঘে,
হৃদয় আমার বোঝে কেবল, বেদনারই রাগে।
কাঁপে পাতার কান্না সুরে, নদীর ঢেউ বয়ে,
সেই যে গেলো চলে বঁধু, ফিরিবে না কয়ে।
পথ চেয়ে যে থাকি আমি, আঁধারে দীপ্ত প্রহর,
ফিরে পাবে না সে মোরে, হারালো ভালোবাসার শহর।
জীবন বুঝি সাঁঝের আলো, ক্ষণিক রঙের খেলা,
শেষটুকু শুধু রেখে গেলো—নিরাশারই মেলা।
মরুর বুকে জলের আশায়, খুঁজে ফিরি দিন,
হারিয়ে গেলো বঁধুর সাথে, বিরহ বেদনার ছায়া।
“রইলো শুধু বুকের পাতায়, না ফোটা প্রেমের ফুল
১৮-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।