নিঃস্বার্থ জনসেবকের বিদায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নিঃস্বার্থ জনসেবকের বিদায়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************
আজ আকাশ নতজানু, বাতাস ভারী শোক,
সূর্য ঢেকে রাখে মুখ—নিভে যায় আলোর লোক।
দূর্গাপুরের মাঠে মাঠে শিশির নয়, অশ্রু,
জনতার বুকের ভেতর জমে থাকা দীর্ঘ বিষণ্ন স্পর্শ।

এই মাটির বুকে হেঁটেছিলেন যিনি আলো হয়ে,
জনাব গিয়াস উদ্দিন—মানুষের পাশে দাঁড়িয়ে নিরবে।
সাবেক চেয়ারম্যান তিনি, দূর্গাপুর ইউনিয়ন,
নামে নামে জড়িয়ে আছে সেবার অমলিন কীর্তিগাথন।

সহজ জীবন, সরল মন, মার্জিত ব্যবহার,
শিক্ষিত হয়েও অহংহীন—এই ছিল তার পরিচয়ভার।
জনতার চোখের ভাষা বুঝতেন নিঃশব্দ চাহনিতে,
দুঃখের ভারে নুয়ে পড়লে পাশে থাকতেন মানবিকতায়।

সৎ ও যোগ্য বিচক্ষণতায় দৃঢ় ছিল তার পথ,
দুর্নীতির ছায়া ছুঁতে পারেনি সেই সততার রথ।
সবাইকে আপন করে নিতেন হাসিমুখে ডেকে,
দলমত ভুলে মানুষ দেখেছেন মানুষ হিসেবেই একে।

নদী আজ থমকে গেছে, পাখি ভুলেছে গান,
গাছেরা নুয়ে পড়ে যেন হারিয়েছে অভিভাবক প্রাণ।
দূর্গাপুরের ধূলিকণায় লেখা তার সাধ,
উন্নয়নের প্রতিটি ধাপে ছিল তারই হাত।

পরহেজগার, ঈমানদার, ধর্মভীরু অন্তর,
মানবতায় বিশ্বাস ছিল—এটাই ছিল তার মন্ত্র।
অসাম্প্রদায়িক চেতনায় গড়া উদার মন,
সব ধর্মের মানুষে দেখেছেন এক অভিন্ন জন।

বীর মুক্তিযোদ্ধা তিনি, লাল-সবুজের ঋণ,
রক্তে লেখা স্বাধীনতার বহনকারী ঋদ্ধ দিন।
হাস্যোজ্জ্বল মুখখানি আজ স্মৃতির আয়নায়,
আকাশ খোঁজে সেই হাসি—পায় না কোথায়।

বারবার নির্বাচিত—জনতার অবিচল রায়,
ভালোবাসার ভারেই তার নাম ইতিহাসে রয়।
“নিজে খেয়ে মোমবাতি”—এই শ্লোগানে মুখর জনতা,
আজ সেই আলো নিভে গিয়ে কাঁদে পুরো জনপদটা।

তার বিদায়ে শূন্যতা—ভরবার নয় কালে,
এ শূন্যতা লিখে রাখে সময় নিজ হাতে।
দলমত ভুলে সবাই আজ এক কাতারে নত,
কারণ তিনি ছিলেন মানুষ—সেবায় অনড়, অবিচলত।

হে মহান আল্লাহ, দয়া করো অশেষ,
জান্নাতের সুউচ্চ মাকাম দাও—এই প্রার্থনাই শেষ।
নিঃস্বার্থ এই সেবকের স্মৃতি থাকবে অমর,
যতদিন মানুষ বাঁচে—ততদিন গিয়াস উদ্দিন নামের আলো ঝরঝর।
----------------------------------------------


১৯-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।