ইসলামের আহ্বান
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ইসলামের আহ্বান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************************

জাগো হে মুসলিম! জাগো—ভাঙো কুফরের শৃঙ্খল,
আল্লাহু আকবার ধ্বনিতে কাঁপুক মিথ্যার মঙ্গল।
রাহমানের নূর ঝরে আয়াতে, বিদীর্ণ আঁধার,
কোরআনের বজ্রকণ্ঠে নীরব হোক জুলুম-অবিচার।

লা ইলাহা ইল্লাল্লাহ—এই আমার তলোয়ার,
শির্কের দুর্গ ভাঙে আজ তাওহিদের হুঙ্কার।
মুস্তাফার ﷺ পথই পথ, সত্যেরই নিশান,
তিনি দীন এনেছেন—রহমত, আদল আর ইমান।

নামাজ আমার মেরাজ, রোজা আমার ঢাল,
যাকাত আমার বিপ্লব—ভাঙে দারিদ্রের জাল।
হজ আমার মিলন-মিছিল, উম্মাহর ঐক্যগান,
কাবার তলে একাকার আরব-আজম-ইরান।

আমি সেই দীন মানি না—যে দীন কেবল বুলি,
যে দীন জুলুম দেখে চুপ, মুখে মধু, মনে ছুরি।
ইসলাম মানে ইনসাফ, ইসলাম মানে হক,
জালিমের বিরুদ্ধে দাঁড়ানো—এই দীনই তো শক্ত।

হে ইনসান! ফিরো রবের দিকে, ফিতরাতের ঘরে,
নূরের স্রোত বইছে আজ ইসলামের ঝরে।
দুনিয়া নয় শেষ ঠিকানা, আখিরাতই আসল,
ইসলামের ছায়াতলেই মুক্তির পূর্ণ ফসল।

জাগো! আবার জাগো! এই আমার বিদ্রোহী ডাক,
নবীর ﷺ উম্মাহ হও—ভাঙো ভয়, ভাঙো ফাঁক।
ইসলামের আহ্বান আজ আগুনের মত সত্য,
নূরের মশাল হাতে চল—এই দীনই চির-মুক্তি।
------------------------------------------


১৯-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।