অসুস্থতার সময়ে
- নিজামুল হাসান

রোগ যখন বাসা বাঁধে
আপন দেহ নীরে,
সময় যেন থমকে দাড়ায়
শত ব্যস্ততার ভীড়ে।

পড়াশোনা, কাজকর্ম
কিছুই হয়না আর,
অবসর সময় কুড়েমিতে
করে যাই পার।

চোখেমুখে ক্লান্তি
আর বেদনার ছায়া,
অনুভবে কারো ভরসা
ও ভালোবাসার মায়া।

অসুখ দেখিলে শ্রান্ত হয়
যে মানবীয় মন,
সুখ-আহ্লাদ ভুলে
সেবা করে নিশি ক্ষণ।

যার পরশে দুর হয়ে যায়
আমার সব কষ্ট-দুখ্
সে তো আর কেউ নয়
আমার মায়ের মুখ।

আজ এই দু:সময়ে
মনে পরছে খুব করে
তিনি যেন দাড়িয়ে আছে
আমার থেকে বহুদূরে।

আসবে যত বাধা
আমার এই জীবনভর,
মা যে মোর অনুপ্রেরণা
এগিয়ে যাওয়ার বাতিঘর।


২৩-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।