প্রেমিকার চেয়ে নিজেকে ভালোবাসাই ভালো
- এমদাদ েহাসেন

তুমিও কি আজকাল একা একা থাকো?

নাকি ভালোবাসা তোমাকেও ডাকে আসো পাশে বসো, দু'পেয়েলা চা খাই গল্প করি, চোখের ভাষা পড়ি হাতে হাত রেখে চলে যাই দূরের কোনো দেশে। না হয় চলো পাখি হয়ে ডানা মেলে উড়ে যাই চলো পাড়ি জমাই প্রেমের শহরে লাল-নীল সংসার করি, চোখে চোখ রাখি, ঠোঁট জুড়িয়ে চুমু খাই। আত্মা আত্মার সাথে মিশে যাক হৃদয় বলুক হৃদয়কে 'আমরা অভিন্ন'।

তবে শোনো, ভালোবাসা ডাকলে যেয়ো না, ভালোবাসা এইসব দেবে ঠিক, এর চেয়ে বেশি নিয়ে নেবে। একবার বিচ্ছেদ হলে পাওয়ার চেয়ে দিগুণ যন্ত্রণা দিয়ে দেবে; তোমাকে দেবে চোখের জল, যন্ত্রণা আর দেবে মৃত্যুর মতো বেদনা।

তাই তুমি একা থেকো আর হাঁটতে শিখে যাও প্রেমহীন। শহরের পথে চলতে চলতে নিজেকে গুছিয়ে নাও, শির উঁচিয়ে পৃথিবীকে বলে দাও-প্রেমিকার চেয়ে নিজেকে ভালোবাসাই ভালো।


বই- খুচরো পয়সার মতো তোমাকে জমাই (২০২৫)


২৫-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।