তোমাকে ছাড়তে পারব না
- বাপন মান্না

তুমি যদি চাও
তোমার জন্য সকল বাধাকে ভেঙে চুরমার করতে পারি।
তোমার জন্য সকল অমাবস্যাকে পূর্ণিমার স্বাদ পাওয়াতে পারি।
কিন্তু কোনোকিছুর বিনিময়ে তোমাকে ছাড়তে পারব না।

তুমি যদি চাও
তোমার জন্য বিকট বজ্রকে স্তব্ধ করতে পারি।
তোমার জন্য ধ্বংসাত্মক সুনামিকে রুখে দিতে পারি।
কিন্তু কোনোকিছুর বিনিময়ে তোমাকে ছাড়তে পারব না।

তুমি যদি চাও
তোমার জন্য দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বাঁধতে পারি।
তোমার জন্য ভিমোরোজকা করতে পারি।
কিন্তু কোনোকিছুর বিনিময়ে তোমাকে ছাড়তে পারব না।

তুমি যদি চাও
তোমার জন্য পরিবারের সবার চোখে কলঙ্কিত হতে পারি।
তোমার জন্য সমাজের সবার চোখে ঘৃণ্য হতে পারি।
কিন্তু কোনোকিছুর বিনিময়ে তোমাকে ছাড়তে পারব না।

তুমি যদি চাও
তোমার জন্য সুন্দরতম পৃথিবীকে বাই বাই বলতে পারি।
তোমার জন্য নশ্বর দেহ ত্যাগ করতে পারি।
কিন্তু কোনোকিছুর বিনিময়ে কোনোমতে তোমাকে ছাড়তে পারব না।


২৭-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।