অধিকারের বজ্রপাত
- মোঃ নাসির উদ্দীন
রক্তে ভেজা রাজপথ আজ
ক্ষমতার ওই লোভে,
ভাইয়ের বুকে ভাইয়ের ছুরি
জ্বলছি আমরা ক্ষোভে।
সম্মান আজ ধুলোয় লুটায়, গীবত সবার মুখে,
অন্যকে ছোট করে শুধু, শান্তি কি পায় বুকে?
যারা গড়ে তোলে মিথ্যে জাল, চালায় সিন্ডিকেট,
তাদের হাতেই জিম্মি আজ— সাধারণের পকেট।
সন্ত্রাস আর খুনা-খুনি
এ কি রাজনীতির ভাষা?
এমন দিনে ফুরিয়ে আসে
সাধারণের আশা।
থুথু ফেলি ওই নোংরামিতে, ঘৃণা করি ওই দল,
যারা শুধু করতে জানে মিথ্যে দলাদল।
ভোটের লড়াই হোক তবে আজ যোগ্য মানুষের তরে,
সন্ত্রাসীদের ঠাঁই হবে না আর আমাদের ওই ঘরে।
জাগো মানুষ, ভাঙো শিকল, সময় হয়েছে আজ,
ভোটের জোরে বদলে দেবো নষ্টদের এই সমাজ।
যোগ্য হাতেই উঠবে দেশ, রুখবো অনাচার,
গীবত-খুন আর চলবে না— এটাই এবার অঙ্গীকার।
২৭-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।