বাড়ি ফেরা দরকার
- এমদাদ েহাসেন
আমার বাড়ি ফেরা দরকার।
আজ যদি না হয়, তবে ঠিক কবে?
উত্তরহীন এই শূন্যতা আমাকে কুরে কুরে খায়।
নিভৃত বিছানা আর বইয়ের তাকে জমেছে বিষণ্ণ ধুলো,
শিউলি তলা আর শান-বাঁধানো ঘাট আজও কি আমায় চেনে?
শৈশব ফিরে পেতে নয়, স্মৃতির ঋণের দায়েই—
আমার বাড়ি ফেরা দরকার।
অথচ আমি তো পথ ভুলেছি বহুকাল!
চেনা পথে এখন অচেনা কুয়াশার বসতি।
আদৌ কি সেখানে কেউ আছে? ঘর না কি কেবলই ধ্বংসস্তূপ?
তবুও বুকের ভেতর কেউ একজন অবিরাম কড়া নাড়ে—
বলে, "তোমার বাড়ি ফেরা দরকার।"
২৭-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।