নিভৃত সন্ধ্যা
- এইচআর হাবিব রহমান
সন্ধ্যা নামে নীরব ধীরে,
পাখি ফিরে আপন নীড়ে।
আকাশ রঙে লাজুক রাগে,
সূর্য ডুবে নদীর ভাগে।
হাঁটছে ছায়া তালগাছ তলে,
হাওয়া খেলে শীতল কলে।
চোখে মেখে স্বপ্ন ছায়া,
ভেবে চলে কোনো মায়া।
নরম ঘাসে পা রাখি চুপে,
হারিয়ে যাই নিজে রূপে।
এই তো জীবন—শান্ত নিরালায়,
কবিতা জন্মে মনের খেয়ালায়।
২৮-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।