স্বাধীন পতাকা কাঁদে আজ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
স্বাধীন পতাকা কাঁদে আজ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
কোন দিকে যাচ্ছি বলো, হে হুজুগের জাতি?
মাতৃভূমি কি কেবল স্লোগান, নাকি রক্তের আরতি?
মুখে দেশপ্রেম—হাতে শেকল, চোখে লোভের নেশা,
স্বাধীন পতাকা কাঁদে আজ, দেখে বিশ্বাসের ভাঙা পেশা।
চারদিকে অন্যায়, জুলুমের জয়ঢাক,
মিথ্যার মুকুট পরে সত্য আজ বন্দি নির্যাতিত ফাঁক।
হুলিয়া আর লুটতরাজে রাজপথ রক্তাক্ত,
ফ্যাসিবাদের নখরে গণমানুষ আজ নিঃস্ব, ক্লান্ত।
ধর্মের নামে অধর্মের কুৎসিত কারুকাজ,
মসজিদ- মন্দির- মানবতা—সবই আজ পরিহাস।
গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রের হুঙ্কার,
ভোট নয়—লাঠির ভাষায় লেখা হয় ক্ষমতার দরবার।
ইতিহাস বদলায় কলমে কলমে,
সত্যকে পুড়িয়ে মিথ্যা বসে সিংহাসনে।
মবতন্ত্রের মহড়া চলে দিনে-দুপুরে,
বুদ্ধি নয়, সংখ্যা শাসন করে সভ্যতার বুক চিরে।
অপমান-অপদস্তের সংস্কৃতি আজ উৎসব,
উগ্রবাদের আগুনে পুড়ে যায় মানবিক সব।
জনতার অধিকার পড়ে থাকে মৃতপ্রায়,
ন্যায় আজ কবরবাসী—অন্যায় দাঁড়ায় রাজাসায়।
দেশপ্রেমিকেরা চুপ—ভয়ে না সুবিধায়?
নাকি সত্য বলার মূল্য আজ জীবন-জীবিকায়?
সত্য-মিথ্যার ব্যবধান বিস্তর গভীর,
মিথ্যাই আজ বীর—সত্য নির্বাসিত, ক্ষীর।
মুনাফিকে ভরে গেছে মাতৃকার বুক,
মীরজাফরের ছায়া ঘোরে ঘরে ঘরে, মুখে মুখে হুক।
জনে জনে বিশ্বাসঘাতকের দাগ,
হাত মেলায় ক্ষমতার সাথে, বিবেক পড়ে থাকে অনাহার-নাগ।
কারো অবদান অস্বীকারের প্রতিযোগিতা,
ইতিহাস নয়—ইগো লেখে আজ পরিচিতা।
যদি এভাবেই চলি, নির্বাক, নতশির,
একদিন জাতি হিসাবে হবো পরাজিত—নিশ্চিত, স্থির।
তবে শোনো! নজরুলের বজ্রকণ্ঠ আজও ডাকে—
ভাঙো শেকল! জাগো রে জাগো! অন্যায়কে রাখো ফাঁকে।
কলম হোক তরবারি, কণ্ঠ হোক আগুন,
ন্যায়ের ঝাণ্ডা তুলে ধর—ভাঙো মিথ্যার দুর্গ, করুণ।
আমি বিদ্রোহী! আমি মানবতার গান!
আমি অন্যায়ের বিরুদ্ধে অটল পাহাড়-প্রাণ!
যতক্ষণ শোষণ থাকবে, ততক্ষণ লড়াই,
মাতৃভূমি রক্ষায় আজই দাঁড়াও—নইলে ইতিহাস করবে বিদায়।
স্বাধীন পতাকা কাঁদে আজ—মুছাও তার অশ্রু,
মানুষ হও, দেশ হও—এই হোক শেষ উচ্চারণ, শেষ পিছু।
----------------------------------------------------------------
২৮-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।