অতীতই জাতির ভিত্তি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অতীতই জাতির ভিত্তি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************

যে জাতি ভুলে যায় তার অতীতের ইতিহাস,
সে জাতি নিজেই ভাঙে নিজের বিশ্বাস।
ভুলে যায় সে রক্তের ঋণ, অশ্রুর মানে,
হারায় পথ, হারায় দিশা সময়ের টানে।

এই স্বাধীন বাংলা কি হঠাৎ করে এলো?
কত মায়ের বুক খালি করে পতাকা উঠলো!
কত তরুণ জীবন দিল নির্ভীক কণ্ঠে,
আজও সে নাম লেখা আছে রক্তের অক্ষরে।

হে জাতি, বলো—আমরা কি তাদের ভুলেছি?
নাকি দিবসের ভিড়ে স্মৃতিকে চাপা দিয়েছি?
মিনারে ফুল দেই, ছবি তুলি উৎসবে,
চেতনায় কি রাখি সেই আগুন তবে?

অতীত মানে শুধু কান্না নয়, গৌরবও বটে,
সে শেখায় মাথা তুলে দাঁড়াতে প্রতিটি ক্ষণে।
যে জাতি অতীতকে বুকে শক্ত করে ধরে,
সে জাতিই আগামীর ইতিহাস গড়ে।

শেকড়হীন বৃক্ষ যেমন দাঁড়াতে না পারে,
ভুলে যাওয়া জাতিও তেমনি ভেঙে পড়ে হারে।
অতীতকে অস্বীকার মানে আত্মঘাত,
সে পথে নেই উন্নতি, নেই সম্মান, নেই প্রভাত।

এসো, স্মৃতির ধুলো ঝেড়ে চোখ মেলে ধরি,
ইতিহাসের আয়নায় নিজেদের দেখি।
অতীতের ভিত্তিতে গড়ি আগামীর স্বপ্ন,
তবেই জাতি হবে দৃঢ়, তবেই হবে সম্পূর্ণ।
-------------------------------------------------------


২৮-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।