শিকড় তো সেই এক
- মোঃ নাসির উদ্দীন

বিয়ে মানে তো শুধু দুটি হাত এক হওয়া নয়,
দুটো পরিবারের মাঝে গড়ে ওঠা এক নতুন পরিচয়।
সবাইকে নিয়ে ঘর বাঁধার যে রঙিন ছিল আসা,
সেথায় কেন আজ শুধু একজনকে ঘিরেই ভালোবাসা?

জামাই আদর ষোলো আনা, নেই তাতে কোনো ভুল,
কিন্তু কেন ব্রাত্য রবে ছেলের আপন মূল?
রক্তের টানে যে পরিবার বড় করেছে তারে,
তাদের কেন ব্র্যাকেটবন্দি রাখলে ঘরের দ্বারে?

'জামাই তো পেয়েছি'—এই যদি হয় শেষ কথা,
ছেলের মনে তবে জমে কেবল একরাশ নীরব ব্যথা।
ডালপালা যত ছড়াক না কেন, শিকড় তো সেই এক,
সবাই মিলে হাসলে তবেই সার্থকতা দেখ।

সম্পর্ক মানে আদান-প্রদান, সবার সাথে মেশা,
একজনকে আপন করে অন্যকে দূরে ঠেলে দেওয়া—কেমন ভালোবাসা?
সবাইকে নিয়ে পূর্ণ হোক এ নতুন সম্পর্কের ঘর,
রক্তের বাঁধন হোক অটুট, কেউ যেন না রয় পর।


২৮-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।