বহুদিন ধরে
- মুহাম্মাদ শরিফ হোসাইন
বহুদিন হয়ে গেছে শীতের পাখি'রা (সকালে,সাঁঝে),নদীর পাঁড়ে রোদ পোহাতে আসে না
বহুদিন হয়ে গেছে কুমারী'রা এ ঘাঁট থেকে(ক্লান্ত দুপুরে),বাঁশির সুর ভাসতে দেখে না।
বহুদিন হয়ে গেছে নদী'রা আর পলি মাটি দিয়ে(ভরা মৌসুমে),ধরা শুদ্ধ করতে চায় না।
বহুদিন হয়ে গেছে এ পথে কোন নাইয়র যায় না
বহুদিন হয়ে গেছে এখানে আর হাঁসের দলের প্যাক-প্যাক শুনা যায় না।
বহুদিন হয়ে গেছে নদী'র দ্রবীভূত অক্সিজেন শূন্যের কোঠা ছাড়ায় না
বহুদিন হয়ে গেছে নদী'র ক্ষুদে জলজ প্রাণীগুলো আর দেখা যায় না।
বহুদিন হয়ে গেছে নদী'রা সাগরে ছোটে না
বহুদিন হয়ে গেছে নদী'র জলে কারো তৃষ্ণা মিটে না।
বহুদিন ধরে এ পাঁড়ে এ পরিত্যাক্ত নৌযানের,নিথর পড়ে থাকা
বহুদিন ধরে জগতের সব বিষের,নদী গর্ভে লুকিয়ে বাঁচা।
বহুদিন ধরে ক্ষীণ,সরু,অপ্রসস্থ,নোংরা,কালো জলাধারের,বিপরীতে বয়ে চলা।
বহুদিন ধরে এ নদী'র দুর্গন্ধ শুঁকে,ধর্ষিতা নারীর মতোন শুধুই নোংরা বলে যাওয়া।
বহুদিন ধরে কেও নদীকে ভয় পায় না।
বহুদিন ধরে নদীর পাঁড়ে আর কাশফুল ফোঁটে না
বহুদিন ধরে দুই দ্বারে আজ তার শুধুই ইট-কংক্রিট,কোথাও সবুজ চোখে পড়ে না।
বহুদিন ধরে জলের গভীরে মাছের ঝাঁক বুঝা যায় না।
বহুদিন হলো নদীর পানি টলটল করে না
বহুদিন হলো শেষ বিকেলের রুপার থালাটাও আর দেখা যায় না।
বহুদিন হলো এখানে দিন-রাত্রি তার রুপে কারো মন কাঁড়ে না
বহুদিন হলো কোন উদাস বাউল আজ আর সন্ধ্যার পরেই জলের তালে গান গায় না।
বহুদিন হলো এখানে কেও কবিতার খাতা নিয়ে বসে না।
প্রাথমিক সংযুক্তিঃ
[http://goo.gl/ZLYuG5]
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।