দিদি চলো অজাত বেহারার পনে
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত
কঞ্জপুরে দেখো দিদি দেখো দেখো
অধর নিঙড়ায়ে পবন জাগে মত্ত চিত্তের হালে
বিদায়িনী সুর বাজায় কে দেখো
দিদি দেখো দেখো এখনো নিভু দীপ জ্বলে
প্রতি পলে পলে
তব নিঃশ্বাসের উষ্ণতায় ।
দূর বহুদূর তিনেক্কে মাইল পেরোয়
অজাত তহবন্তে দেখো কি যায়
ওরে তা অসুখ পিরিত জানলে না দিদি
ওরে তা অসুখ পিরিত দিদি হৃদি মাঝে
এবার দেখো দেখো দেখো দিদি দূর কুঞ্জপারে দূরপারে ।
উদাস শর্বরী খেলায় মাতেজাগালে নিষ্কন্টক জমি বরাদ্দে
দেখো দিদি স্মৃতি রাখিয়াছি হেথা শিকল লাগায়ে মনঃ গরাদে ,
মনঃ গরাদে
কুঞ্জপারের মনঃ গরাদে ।
হেন করো অকাল লক্ষী কুল মাঝে বেহারায়
তুলি দাও অমৃত লাবণ্যে তব ও বেহারায়
অজাত জন্মে কে পায় কোন বেহারায় ।
তাই আজি বেহারা হারায় ।।
রণ মূতি বিভুর সনে লয়ে সে বেহারা
হায়রে জনম ভুলি অজাত প্রেমে বাড়া
প্রেমের পাতে এ কোন বেহারা
দিদি এ কোন বেহারা !
এ কোন বেহারা !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।