পূর্ণিমায় বান ডেকেছে জোছনে
- অরুণ কারফা

পূর্ণিমায় বান ডেকেছে জোছনে

ভরা শ্রাবণে তিক্ত হলাম মনে

আহা মেঘেরা করেছে আড়ি,

বিদ্যুৎ নেই চমকিত গগনে

আশাহত তাই হই ক্ষণে ক্ষণে

তবে ফিরে যেতে হবে বাড়ী?



কতদিন পর এসেছিল প্রিয়া

আমার হিয়ার আশা জাগানিয়া

তাই বললাম চল রাতে,

সিক্ত হই দোঁহে হাতে হাত ধরে

নাই বা ঝরল বরষ অঝোরে

মৃদু জোছনায় একসাথে।



প্রিয়া রাজি নয় তাতে কোন মতে

তুলনা করতে বৃষ্টি, জোছনাতে

কারণ তার পাকা দৃষ্টিতে,

চাঁদ আড়ালে গেলে তমস এলে

স্নিগ্ধ পূর্ণিমার রেশ যায় চলে

কিন্তু বৃষ্টি শুকোয় দেরীতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।