সব হারিয়েছে প্রিয়া
- তানজির উদ্দিন

তোমার স্বপ্ন এখন আর নেই
প্রিয়া
রাতের তারকার ভিড়ে সব হারিয়ে
এবার পথের ধারে বসি হাত বাড়িয়ে
প্রিয়া
সকল ভাবনা ভুলে যাই রে তোমার পানেতে
শুধু তুমি নেই মোর ঘরেতে ।
ঘরের পানে কে থাকে সে আমি নই
ঘর ছাড়ি যে পালায় সে আমি হই
চাঁদ নাই রাতের পরে
তারকা ঘুমায় রে ঘোরে
পবন বহে ঝড়ো বেগে
আমি থাকি তোমার আবেগে ।
প্রিয়া
নবম বেলায় শোক হারিয়ে
প্রিয়া
নবম বেলায় শোক হারিয়ে যাই পথের ভেলায়
পথের ভেলায় ওরে পথের ভেলায় প্রাণহারায়
প্রাণ হারায় যে
প্রিয়া প্রাণ হারায়


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।