অল্পেই তুষ্ট
- শাওন সারথি
কেবল তোমারেই ভালোবাসি।
এই কথাটিই জানিয়েছিলাম
বৃক্ষের কাছে।
শুনেই চমকে উঠলো, আর বলল-
শুধু এইটুকুই!
আমিতো সমগ্র বিশ্ব চাইনি।
কিংবা গ্রামের পর গ্রাম ধানি জমি।
কেবল তোমার হৃদয়ে স্থান চেয়েছি,
আর তাতেই যেন মস্ত বড় ভুল হয়ে গেল।
বিশ্ব সংসার অট্টহাসিতে কেঁপে উঠলো, আর বলল-
শুধু এইটুকুই!
আমি কোন ফুলের ঘ্রাণ চাইনি।
কিংবা স্পর্শ,
কিংবা পবিত্রতা।
অথচ কেবল তোমার গন্ধেই
বুঁদ হতে চেয়েছি।
যতটা বুঁদ হয়ে থাকলেই বাড়তে থাকে
স্বপ্নের ব্যাস্ততা।
এই কথাটিই জানিয়েছিলাম
ফুলের কাছে।
শুনেই পৃথিবীর তামাম পুষ্পরাজি
চুপসে গেল, আর বলল-
শুধু এইটুকুই!
তোমার কাছে কোন উপন্যাস চাইনি।
কিংবা কোন অদ্ভুদ চরিত্রের সফল মৃত্যু।
চেয়েছিলাম কেবল কোন এক কবিতার
তিনটি চরণ।
যেখানে ঘৃণা আর বিশ্বাস একাকার হয়ে যায়,
আর শেষের শব্দটায় থাকে ভালোবাসা।
মুহূর্তেই একটা হাঁসির খোরাক জাগল
সমস্ত কবিতারা সমস্বরে উঠলো, আর বলল-
শুধু এইটুকুই!
কবি, এতো অল্পেই এতো তুষ্ট!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।