প্রশ্ন
- শাওন সারথি

আর কত করিবে এই রুপে ছলনা?
যে কথা সহজেই বলা যায়
সে কথা কেন বলনা?
আমি যে থাকি মুখ পানে তোমা,
তুমি যে ঢাকিবে অনন্ত ক্ষমা।
যেরূপে আসে অশেষ মুরতি,
হৃদয়ে সেরুপে সে কি আরতি!
যদি জানিতে সেই গোপন যাতনা।
কী রুপে সেথায় পরিছে ঝড়িয়া
আকাশের মেঘ মালা?
সে যে ভীষণ বিষাদ জ্বালা!
তাই কি দুহাত মেলে থাকনা?
যখনি তোমার আমা পানে চাহি,
দেখিবে সেথায় অমা আর নাহি।
কেবলি চাঁদ হাসিছে।
যে পথে তোমায় করিতে কামনা,
সে পথে শুভ্র ভাসিছে।
তেমনি দাসেরে কর হে যাতনা।
ঝর্নায় ঝরে নোনতা যতনা।
কেন যে সেথায় রটনা?
সে কথা যদি সহজেই বুঝিতে,
তবে চাহিতে না আর অকারনে খুঁজিতে।
আমি যে জ্বলেছি গহীন শিখায়,
তুমি তো সেথায় জ্বলনা?
তাই তো তোমার চক্ষু নিবায়ে,
তাই কি সে কথা বলনা?
তুমি তো দেখনি সন্ধ্যা রাতে,
কী রুপে জ্বলে শূন্য হাতে!
সেথায় কিরূপে রঙের বাহারে,
আসি পরাইতে চায় গলায় তোমার।
সে সময় তো তুমি থাকনা।
তাই তো ধূসর প্রাণহীন তুমি,
কভু রঙিন বুঝি আঁক না।
আমি যে গলেছি তোমার উষ্ণে,
তুমি তো সেথায় গলনা।
নিরুত্তর তাই আমার প্রশ্নে,
তাই কি সে কথা বলনা?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।