কুয়াশায় দৃষ্টিপাত
- শাওন সারথি

অবশেষে আবির্ভূত হলাম
কোন এক আদম সন্তানের বেশে।
যখন হেমন্তের শেষে আমের মুকুল ঝরে
উঠোনে উঠোনে।
যখন কুয়াশার জল জমে হিজলের চূড়ায়।
হয়তোবা এমন কোন হেমন্তের কুয়াশায়।
যে নারী দেখেছিল, তার হৃদয়ের ভিতর থেকে
এই রক্তের উষ্ণতায়।
গায়ে লেগে থাকা রক্তের উষ্ণতায় ওম নেয়
প্রস্ফুটিত অনুভূতি।
সেই নারী আমারে বুকে জড়ায় উষ্ণতায়
আর ঢেলে দেয় বুকের রস!
আমি চোখ মেলে তাকাই কুয়াশার ভেতর থেকে
সেই নারীর দিকে।
এক সময় কুয়াশা গলে যায় আর
আমার চোখ নত হয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।