প্রিয় পর্দার দুলনে স্বপ্ন জাগে
- তানজির উদ্দিন
দুয়ারের আলগোছে পর্দার দুলনে
প্রিয় এবার ঘরে এসো
দেখো দুয়ারের আলগোছে দুলনে
পর্দার দুলনে কাছে এসো
সেই দুলনে এখন তোমার স্বপ্ন জাগেবারে বারে
উঁকি ঝুঁকি মনের মাঝে তোমার স্বপ্ন বারে বারে ।
প্রিয়, দেখো কতদিন পর দোর খুলেছি
পর্দা মেলে দিয়ে কতদিন স্বপ্ন বুনেছি
আজ
দোর খুলে তোমার জয় মেনেছি বলেই
তোমার পদস্পর্শ পাবো বলে ভেবেছি ।
স্বপ্ন এতটা করুণ হতে পারে প্রিয়
দেখো রক্তরঙ্গা শাড়ির আঁচলে রক্তে খোদিত তোমার নামে
প্রিয়
স্মরি বারে বারে তোমায় ।
পর্দার আলগোছে দুলনে
থাকি প্রতীক্ষার বুননে
প্রিয়, এবার ঘরে এসো ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।