তোমার জয়ে আমার পরাজয়
- তানজির উদ্দিন
মূল্যবোধের মূল্য জানে না
তোমার জন্যে
নকশার বুননে কাহিনী জানে না
শুধু তোমার জন্যে
সংকীর্ণতা তোমার পৌরুষ্যকে ভোলায় এবার
তবু থাকি আমি নারী তোমার পৌরুষ্যআরাধনে ।
কেবল তোমার বিচ্ছিন্ন ডাক শুনব ভেবে
সেই কবে হতে আজও কান পেতে আছি
কবে আদুরে গলায় কাছে ডেকে কেশগুচ্ছে হাত রেখে বলবে
ভালবাসি
সে আশায় থাকি আজো সরস দিনের ভেলায় ভাসি ।
দেখো ছুটে এসেছে ঘর ছেড়ে
তোমার বাঁশীর তোড়ে
বারেবারে স্বীকার করি পরাজয়
বলি শুধু তোমার জয় জয় ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।