ছড়ার হাতে ছড়ি…………
- কাজী ফাতেমা ছবি

ছড়ি হাতে ছড়ায়
মাথায় মারে বাড়ি
এ’তে মাত্রা তো নেই
ওরে হতচ্ছাড়ি।

ছড়ার ছন্দ বুঝি
গেছে শ্বশুড়বাড়ি
লিখবিনা ছড়া আর
তোর সাথে যে আড়ি।

শুন ও ছড়া ভাই
ছড়ি রাখ আগে
ছড়া লিখতে গেলে
বাড়ি তো দেও রাগে।

ছড়া তো শুনে না
আমার কথারে ভাই
মাত্রাটা ঠিক করে
ছড়া লেখা যে চাই।

জীবনেই ছন্দ নাই
ছন্দ খুঁজে পাই কই
মাত্রাটা হারিয়েছে
শূণ্যতায় ছড়ার বই।

ছড়া লিখব ও ভাই
ছড়া লিখব কবে
ছন্দ ফিরে এলে
ছড়া লিখব তবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।