প্রতিশ্রুতি
- শাওন সারথি

যেখান থেকে ভূতেরা আসে,
কিংবা যেখানে ভূতেরা যায়
অথবা যেখানে ভূতেরা থাকে অথবা
ভূতেদের থাকবার কথা থাকে।
সেইখানেই উঁকি দিয়েছি অনেকবার।
অজস্রবার সেই ভূতের রাজ্যের
চারপাশে প্রদক্ষিণ করেছি
তোমার অশরীরী আত্মার খোঁজে।
কথা ছিল তুমিও ভুত হবে সেই ভূতের রাজ্যে
পউষের এমন কোন ভূতুড়ে সন্ধ্যায়।
যেভাবে পাখি, বাদুর, হেলেঞ্চা আর
মানুষেরা ভূত হয়।
কোন এক পউষের সন্ধ্যায়
তুমিও ভূত হবার প্রতিশ্রুতি দিয়েছিলে,
যখন কুয়াশা নামে নারেকেলের শাখে।
যেদিন আমার মৃত্যু হবে সেইদিন
সেইখানে আমিও ভূত হবও।
যেখানে ভূতেরা থাকে, তুমি থাকও
আর মৃত হিজল আর মান্দার ফুলেরা
ছড়ায় উৎকট গন্ধ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।