প্রশ্ন
- রফিকুল ইসলাম রফিক

গতকাল এক পিতার আর্তনাদ শুনলাম
শুনলাম এক দুখিনী মায়ের করুন ইতিকথা
এক বোনের বুকের ভেতরে আছে লুকানো কত নিশ্চুপ ব্যথা
আমি অনুভব করলাম
আমার অক্ষমতা এবং অসহায়ত্ত কতটা প্রবল
কোনো পিতার আর্তনাদে ,মায়ের কান্নায়, বোনের লুকানো মর্মব্যথায়
আমার কি কিচ্ছু করার নাই,ক্যানো আজ আমি অসহায়
এ’নালিশ আমি আজ কার কাছে জানাবো কোথায়?
মাগো তুমি বলে দাও- জননী আমার
তোমার শ্রেষ্ঠ সন্তানদের আত্মদানের আসল মর্ম তবে এই কী ছিলো?
লাল সবুজের এ’ক্যামন সুখের টিপ কপালে মা পরলে তুমি
এই কী তার অবদান!
দুষ্টু ছেলেরাই কেবল ফোটাবে ফুল বাগানে তোমার
দখিনা বাতাস খাবে কেবল কিছু হায়েনার দল
আর কাঁদবে তোমার কনিষ্ঠ সব অসহায় সন্তান
আমায় বলে দাও মা- জননী আমার
তোমার শ্রেষ্ঠ সন্তানদের আত্মদানের আসল মর্ম তবে এই কী ছিলো?
তোমার কাছেই প্রশ্ন আমার- তুমি বলে দাও মা- জননী আমার।
কেউ শোনে না আমার কথা, মানেনা আমায়
ক্যানো আজ আমি অসহায়
পিঠমুড়া বাধনে বাধা এক বদ্ধ পাগল জীনব প্রতিবন্ধী
যার কথা সবাই শোনে সে ক্যানো দেখে না এ সব
বরং তোমার কোলেই সে সুখেতে ঘুমায়
এ’নালিশ আমি আজ কার কাছে জানাবো কোথায়
তোমার কাছেই প্রশ্ন আমার- তুমি বলে দাও মা- জননী আমার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।