কেউ একজন
- শাওন সারথি

পাবলো নেরুদা কিংবা কাজী নজরুল
নাহ, কোনটাই হবার যোগ্যতা নেই।
আমি বলিনি কেউ আমার কবিতা পরে বলুক,
তোমার কবিতায় বিপ্লবের গন্ধ পাই কিংবা
জীবনের বোধগুলি মাথাচারা দেয়।
আমি জানি রুদ্র কিংবা অন্য কেউ।
কোনটাই স্পর্শ করার ক্ষমতা আমার নেই।
আমি বলিনি কেউ আমার কবিতা পরে
সরলতার প্রতিবিম্ব খুঁজুক আনমনে কিংবা
রবীন্দ্র প্রেমে ভেসে যাক অনেকদূর।
আমি শুধু বলেছি, কেউ আমার কবিতা পরে
আমার ভুলগুলি ধরিয়ে দিক।
কেউ একজন বলুক, তোমার এই বানানটা শুদ্ধ না কিংবা
ছন্দ সম্পর্কে অপরিণামদর্শিতা।
আমি শুধু বলেছি, কেউ আমার কবিতা পরে বলুক,
আমার ব্যাকারনগত ভুলের কথা কিংবা
অকারনে জটিল শব্দের বাহুলতা।
কেউ আমার কবিতা পরে বলুক,
নষ্ট হাতের ভ্রষ্ট লেখা কিংবা
কবিতার অন্তর্নিহিত ভাবের ব্যর্থ মিলের কথা।
এতো কিছু ভুলের পরেও
কেউ একজন আরেকবার হাত পাতুক
আরেকটি কবিতার জন্যে।
শীতের শেষ রাত্রের ঝাপসা কুয়াশায়
কেউ একজন আরেকবার শুধাক
কি কবি হবে নাকি আরেকবার?
(নির্মলেন্দু গুনের ছন্দ ধার করা)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।