এক পসলা বৃষ্টি হাজির হল
- অরুণ কারফা

এক পসলা বৃষ্টি হাজির হল
সঙ্গে প্রাচীন দৃষ্টি ঝাপসা নিয়ে
স্মৃতিগুলো হয়ে গিয়ে এলোমেলো
দপ করে দিল তমসা ছড়িয়ে।

ভেঙে পড়া মন কুলোর মতন
ঝেরে ঝুরেই অন্ধকারেই কিছু
রাখল কয়েকটা করে যতন
মনের ভিতর আবারও মিছু।

যারা উঠছিল চিকচিক করে
আঁধারেও বক্তব্য ছিল সুস্পষ্ট
কিছু পেতে চাইলে নাও হে লড়ে
নয়ত হতাশায় পাবেই কষ্ট।

প্রেম প্রণয় দড়ি টানার খেলা
ঢিল দিলে দেখবে হাত ফস্কিয়ে
নাগর রইল দাঁড়িয়ে একেলা
প্রেমিকা চলল সাগর পেরিয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।