আমি আরেকবার লীন হতে চাই
- শাওন সারথি

আমি আরেকবার লীন হতে চাই।
যখন হেমন্ত আসে
আর সন্ধ্যার আকাশে উড়ে যায় বাদুরের ঝাঁক।
মান্দারের ফুল ফোটে গোধূলি বেলায় আর
গাছের কোঠর ফেলে উঁকি দেয় পোকাদের দল।
আমি আরেকবার লীন হতে চাই।
যখন হেমন্তের আবছা কুয়াশায়
কোন এক কিশোরী পা ধোয় উষ্ণ জলে
উঠোনের উন্মুক্ত শিমের তলায়
আর আমার দৃষ্টিভ্রম হয় সরিষার হলুদ আলোয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।