বসন্ত কন্যা
- মাহাবুব আলম - বর্ষা নূপুর

তোমার স্বর্ণ হাতে
মেহেদি সাঁজায়ে
রাঙ্গায়েছো মোর পৃথিবী,
অন্ধ আমার শূন্য
আজি অবিলাসী হয়ে
জাগিয়া উঠিলো যেনো সকলি ।
মোর আরাধণার উপহারে;
তোমার ফাগুনের দোল শাড়ি
যেনো অম্ল শ্বাসের অন্ত
প্রাণবন্ত এক অসীম বসন্ত ।
তোমার সবুজ ছড়ায়ে সখি
আলোড়িত; আরো বিমোহিত করে
শূন্য মরুর বুকে গড়েছো শীতল অবগাহন ।
হাজার বছর ধরে যে কামনায়
আমার প্রকৃতির দু-চোখ থমকে আছে
তোমার হাসির নিমিত্তে,
আজ তা পূর্ণ হলো ।
তুমি স্বর্গের ফুল
ওগো বসন্ত রাগের দোল;
তোমার স্বর্ণ হাতে আমায়
শুধু আমায় দান করো তোমারে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।