মনঃরঙে দেহ অঙ্গে
- তানজির উদ্দিন

একী রংহীন রঙালে মন
অধীর ঢঙে
একী রংহীন রঙালে মন
এ কোন রঙে
মন মাতিলে আজি রঙিন মনঃতাপে
ভুলিলে তাহারাই আজ তব অভিশাপে
মনহীন রঙালে দেহ আজি ভোলা অভিশাপে ।
আজি ভোলা অভিশাপে ।

উদাস মনের কোঠর চেপে একী
রং লাগিলে মনঃঘরে
পথিক যাও মনের ঘরে যাও, একী
একী রং লাগাও জীবন পরে ।
দিন ভুলিলে এ মনঃরঙে
মন তুলিলে এ কার রঙে
মনঃরঙে মনঃরঙে এ কী জড়ালে তব অঙ্গে ।
এ কী জড়ালে তব অঙ্গে ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।